Friday, October 24, 2025

পুলিশের ধাওয়ায় নদীতে ঝাঁপ, ৩ দিন পর লাশ উদ্ধার

আরও পড়ুন

নৌপুলিশের স্পিডবোটের ধাওয়ায় নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজের তিন দিন পরে রাসেল খানের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ৮টার দিকে তেঁতুলিয়া নদীর চন্দ্রদ্বীপের বাতির খাল পয়েন্ট থেকে স্থানীয়দের সহযোগিতায় লাশটি উদ্ধার করা হয়।

এর আগে নদীতে স্রোতের কারণে দীর্ঘসময় উদ্ধার অভিযান চালিয়েও ব্যর্থ হয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ। রাসেল (৩৫) উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বড়ডালিমা গ্রামের ইউসুফ খানের ছেলে। পেশায় তিনি একজন দর্জি ছিলেন।

আরও পড়ুনঃ  CA urges IFAD to create social business fund for young agri-entrepreneurs in Bangladesh

জানা গেছে, শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে রাসেল ট্রলারযোগে প্রতিবেশী তিন বন্ধুর সঙ্গে ইলিশ মাছ কিনতে যান। এ সময় নৌপুলিশের স্পিডবোটের ধাওয়ায় তেঁতুলিয়া নদীর কচুয়া-ডালিমা পয়েন্টে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন তিনি।

স্থানীয়রা জানান, নিষেধাজ্ঞার মধ্যে কম দামে ইলিশ মাছ কিনতে ট্রলারযোগে রাকিব, হাসান ও মাহবুব নামে তিন বন্ধুর সঙ্গে তেঁতুলিয়া নদীতে যান রাসেল। হঠাৎ নদীতে মা ইলিশ রক্ষাকারী নৌপুলিশের অভিযান পরিচালনাকারী টহল টিমের একটি স্পিডবোট ধাওয়া করলে দ্রুত ট্রলার চালিয়েও রক্ষা পায়নি। নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন তিনি।

আরও পড়ুনঃ  রাজধানীতে বাসের ধাক্কায় ক্রিকেটার নিহত

কালাইয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মামুন জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সঙ্গে পুলিশ উদ্ধার অভিযান চালিয়েও সন্ধান পায়নি। নদীতে স্রোত বেশি ছিল। মা ইলিশ রক্ষাকারী স্পিডবোট দেখে ভয়ে নদীতে লাফিয়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে।

বাউফল থানার ওসি আখতারুজ্জামান সরকার বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে নৌ ফাঁড়ির পুলিশ অবস্থান করছে। স্বজনদের সঙ্গে কথা বলে লাশের ময়নাতদন্তের সিদ্ধান্ত নেওয়া হবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ